পুলিশ বা বিজিবি ঘটনাস্থলে পৌঁছার আগেই যুবকের মরদেহ পরিবারের লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
Published : 17 May 2023, 01:02 PM
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী সীমান্ত এলাকায় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে।
বুধবার সকালে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, পুলিশ বা বিজিবি ঘটনাস্থলে পৌঁছার আগেই যুবকের মরদেহ পরিবারের লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
পরে বাড়িতেই মরদেহের সুরতহাল করে পুলিশ। নিহতের শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানান ওসি।
নিহত মঞ্জুরুল ইসলাম (২৩) উপজেলার শাহাপুর পাথারীপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।
পবিরারের সদস্যদের বরাতে ওসি রশিদ জানান, আমতলী সীমান্ত এলাকার শাহাপুর কুমারপাড়া সীমান্তের ৩০৫/৩০৬ সাব পিলারের কাছে বাংলাদেশ অংশে যুবকের মরদেহ পাওয়া যায়। তবে সে কখন কিভাবে গুলিবিদ্ধ হয়েছে নিশ্চিত করে কেউ কিছু জানাতে পারেনি।
ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এ দিকে বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির বলেন, “আমতলী সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে গুলিবিদ্ধ এক যুবকের লাশ পাওয়া গেছে বলে আমরা জানতে পেরেছি। তবে তিনি বিএসএফের গুলিতে নিহত কিনা তা আমরা নিশ্চিত নই।”
বিষয়টি জানতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চলছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।