নকলায় বজ্রপাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্র ও কৃষক

ব্রহ্মপুত্রের তীরে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় কিশোর এবং গরু আনতে গিয়ে কৃষক মারা যায়।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2023, 05:54 PM
Updated : 9 June 2023, 05:54 PM

শেরপুরের নকলায় পৃথক স্থানে বজ্রপাতে এক মাদ্রাসাছাত্র ও কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার চর অষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা দক্ষিণ গ্রামে এবং গণপদ্দী ইউনিয়নের বরইতার গ্রামে এ দুটি ঘটনা ঘটে বলে নকলা থানার এসআই বিপ্লব মোহন্ত জানান।

নিহত ১৬ বছর বয়সি সাব্বির মিয়া নারায়ণখোলা দক্ষিণ গ্রামের দিনমজুর শফিক মিয়ার ছেলে। সে স্থানীয় কুটেরচর জোনাব আলী দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। অন্যজন বরইতার গ্রামের আতশ আলীর ছেলে কৃষক শিপন মিয়া (৪৫)।

চর অষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী জানান, সাব্বির বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদের তীরে ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে গণপদ্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুর রহমান আবুল জানান, বৃষ্টির মধ্যে শিপন গরু আনতে ঘোড়ামারা নদীর পাড়ে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। শিপনের স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

এসআই বিপ্লব মোহন্ত বলেন, নিহত দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন বলেন, বজ্রপাতে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।