পুলিশের ধারণা, ছিনতাইকারীরা বাদশাহকে হত্যা করে রিকশার ব্যাটারি নিয়ে পালিয়ে গেছে।
Published : 20 Feb 2024, 05:33 PM
যশোরে সদর উপজেলায় নিখোঁজের দুইদিন পর ব্যাটারিচালিত রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার বাহাদুরপুরে যশোর-মাগুরা মহাসড়কের পাশে লাশটি পাওয়া যায় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান।
নিহত বাদশাহ মিয়া (৬৭) যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার বাসিন্দা।
স্বজনদের রবাতে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, বাদশাহ রোববার ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। সোমবার পরিবারের পক্ষ থেকে সদর থানায় অভিযোগ করা হয়।
তিনি বলেন, পুলিশ অভিযানে নেমে যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগা এলাকা থেকে বাদশাহর ব্যাটারিচালিত রিকশাটি উদ্ধার করে। তবে এতে ব্যাটারি ছিল না।
“সকালে খবর পেয়ে বাহাদুরপুরে মহাসড়কের পাশে থেকে লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাকে হত্যা করে ব্যাটারি নিয়ে পালিয়ে যায়।”
এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।