ফরিদপুরে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

গত শনিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কিবরিয়া ফকিরকে হত্যা করা হয়; এরপর থেকে তার ছেলে নাঈম আত্মগোপনে ছিলেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2022, 05:20 PM
Updated : 13 Dec 2022, 05:20 PM

ফরিদপুরের ভাঙ্গায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোররাতে ঢাকা সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে নাঈম ফকিরকে (১৯) গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব- ৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট মো. শহিদুল ইসলাম জানান।

নিহত কিবরিয়া ফকির (৫৫) ভাঙ্গা উপজেলার ছিলাধরচর সদরদী গ্রামের বাসিন্দা।

বিকালে র‌্যাব-৮ এর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১০ ডিসেম্বর রাত ৮টার দিকে কিবরিয়া ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তার ছেলে নাঈম। এরপরই তিনি আত্মগোপন করেন।

নাঈমকে ভাঙ্গা থানায় হস্তান্তরে প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা শহিদুল।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, ১২ ডিসেম্বর কিবরিয়া ফকিরের ভাই মো. দেলোয়ার ফকির নাঈমকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন।

হত্যার পর থেকেই ছেলে নাঈম পলাতক ছিলেন; বুধবার নাঈমকে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশ সুপার।