আগের কর্মশালায় অংশ নেওয়া ২০ শিশুর মধ্যে ফলোআপ কর্মশালার জন্য ১০ জনকে বাছাই করা হয়।
Published : 24 Feb 2024, 11:15 PM
খুলনায় শিশু সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ কর্মশালার আয়োজন করে।
শনিবার সকালে শহরের গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন খুদে বঙ্গবন্ধু সংসদের চেয়ারম্যান কবি হোসাইন বিল্লা।
অতিথি ছিলেন দৈনিক খুলনার নির্বাহী সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক মো. শাহ আলম। সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক শুভ্র শচীন।
প্রশিক্ষক ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র বিভাগের প্রধান মুস্তাফিজ মামুন।
গত বছরের অক্টোবরে তিন দিনের কর্মশালায় অংশ নেওয়া ২০ শিশুর মধ্য থেকে ১০ জনকে একদিনের ফলোআপ কর্মশালার জন্য বাছাই করা হয়।