আসামি কামরুল ইসলাম আদালতে জবানবন্দি দিয়েছেন; তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কপোতাক্ষ নদে নৌকা উল্টে ডুবে মারা গেছে দুটি শিশু।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুস সোবহান হাওলাদার।
নিহতরা হচ্ছে- মহেশপুর শহরের পশু হাসপাতাল পাড়ার ফারুক হোসেনের ছেলে জিম (১৪) এবং রহমত হোসেনের ছেলে সাব্বির হোসেন (৯)।
স্টেশন অফিসার আব্দুস সোবহান হাওলাদার জানান, দুপুরে কয়েকজন শিশু-কিশোর বাড়ির কাছের কপোতাক্ষ নদে গোসল করতে নামে। এর মধ্যেই তারা একটি নৌকায় উঠে নদে ঘুরছিল। হঠাৎ নৌকাটি উল্টে যায়।
“এ সময় অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও জিম ও সাব্বির ডুবে যায়।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর তাদের মরদেহ উদ্ধার করে।