বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের লাশ সঞ্চালন লাইনে ঝুলছিল

হোসেনপুর মডেল মসজিদে সংযোগ নেওয়ার জন্য ১১ কেভি লাইনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2023, 06:56 PM
Updated : 2 June 2023, 06:56 PM

কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। মরদেহটি সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত ওই সঞ্চালন লাইন ঝুলছিল।

শুক্রবার দুপুরে হোসেনপুর সদরে মডেল মসজিদে বিদ্যুতের সংযোগ নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে।

নিহত আব্দুল হাদি (২০) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচভাগ ইউনিয়নের শাকচূড়া গ্রামের ফজলুল মিয়ার ছেলে।

পল্লী বিদ্যুতের হোসেনপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুল্লাহ আল আমিন চৌধুরী জানান, দুপুরে হোসেনপুর সদরের মডেল মসজিদে সংযোগ নেওয়ার জন্য ঠিকাদার আমিনুল ইসলামের কর্মী লাইনম্যান আব্দুল হাদি ১১ কেভি লাইনে কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

“ঝুঁকিপূর্ণ খোলা লাইনটির তারে কোনো রাবারের কভার ছিল না। ঠিকাদার আগে জানালে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রাখা হতো। বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় তার মরদেহ বিদ্যুতের খুঁটিতে তারের উপরেই ঝুলছিল।”

জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করার পর স্থানীয় ফায়ার সর্ভিস কর্মীরা তার মরদেহ নিচে নামিয়ে আনেন।

পল্লী বিদ্যুত সমিতির কিশোরগঞ্জ অঞ্চলের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. জুলফিকার বলেন, দুর্ঘটনার বিষয়ে তদন্ত হবে। পল্লী বিদ্যুতের কারও গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, খবর পেয়ে নিহত হাদির স্বজনরা ঘটনাস্থলে এসেছেন। মরদেহের ময়নাতদন্ত করা হবে।