তাদের মধ্যে ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
নীলফামারী সদর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে আলাদা এলাকায় ঘটনা দুটি ঘটে বলে নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ জানান।
এরা হলেন- সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের কৃষক মোখছেদুল ইসলাম (৫৫) এবং রামনগর ইউনিয়নের আর্দশপাড়া গ্রামের রেদোয়ানুল (২২)।
স্থানীয়রা জানায়, বিকালের দিকে বৃষ্টিতে ভিজে ক্ষেতে হালচাষ এবং সেচ দেওয়ার জন্য নালা তৈরি করছিলেন ওই দুই কৃষক। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যান।
ওসি আব্দুর রউফ জানান, স্থানীয়দের সহয়তায় মরদেহ দুটি উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।