দুই পক্ষকে মোট ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
Published : 26 Sep 2022, 12:26 PM
খুলনার পাইকগাছায় ১১ বছরের এক মেয়ে শিশুকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলো পরিবারের সদস্যরা। এ সময় উপজেলা প্রশাসনের হাতে ধরা পড়ে জরিমানা গুণতে হয়েছে তাদের।
পাইকগাছার গড়ইখালি গ্রামে রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন জানান।
তিনি বলেন, আগে থেকেই খবর ছিল পাইকগাছার এক বাড়িতে এক মেয়ে শিশুকে একই এলাকার ২২ বছরের এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার আয়োজন চলছে। পরে ইউএনও মমতাজ বেগমের নির্দেশে ওই বাড়িতে গিয়ে মেয়ের জন্মসনদ যাচাই করে দেখা যায়, তার বয়স মাত্র ১১ বছর।
এ সময় দুই পরিবারের সদস্যদের ইউএনওর কার্যালয়ে নিয়ে আসা হয়। সন্ধ্যার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছেলে ও মেয়ে পক্ষর কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ইউএনও।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, “এটা চলমান প্রক্রিয়া। গত মাসেও দুটো বাল্য বিয়ে আটকানো হয়েছে।”