বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা।
Published : 26 Jun 2023, 02:21 PM
ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৪ ঘণ্টায় প্রায় ৩০ হাজার যানবাহন পারাপার হয়েছে। যেখানে স্বাভাবিক সময়ে এই সেতু দিয়ে ১৮ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়।
সোমবার সকালে বঙ্গবন্ধু সেতু কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য জানান।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা।
প্রকৌশলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও বলেন, “রোববার রাতে বঙ্গবন্ধু সেতুতে কয়েকটি দুর্ঘটনার কারণে কয়েক দফা টোল আদায় বন্ধ ছিল।
“সোমবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যাত্রী ও পশুবাহী যানবাহনের পাশাপাশি মহাসড়কে ব্যক্তিগত গাড়ির চাপ আগের তুলনায় আরও বেড়েছে।”
ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু দিয়ে পাল্লা দিয়ে ছুটছে ঘরমুখো উত্তর ও দক্ষিণাঞ্চলের দূরপাল্লার যানবাহন। ফলে ঢাকা ও উত্তরাঞ্চল উভয় মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।