গ্রেপ্তারদের কাছ থেকে টাকাসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
Published : 05 Feb 2024, 04:12 PM
নরসিংদীর পলাশ উপজেলায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের এক উদ্যোক্তার দোকানের তালা ভেঙে টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পলাশ থানার ওসি মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান।
গ্রেপ্তাররা হলেন- মুরাদনগর উপজেলার শুশুণ্ডা গ্রামের প্রয়াত কাশেম মিয়ার ছেলে তৌফিত ওরফে তৌহিদ (২৮) এবং একই গ্রামের প্রয়াত আব্দুর রশিদ মিয়ার ছেলে জামাল ওরফে কামাল মিয়া (৪২)।
সোমবার বিকালে ওসি ইকতিয়ার জানান, পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন ও এসআই পাপন চন্দ্র দের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর বাজার এলাকার এমপি মার্কেটের নিচতলায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের সাটারের তালা ভেঙে প্রায় ৯ লাখ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি দলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে টাকাসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি ইকতিয়ার।