আজহার আলী সাতক্ষীরা জজ কোর্টে এসআই পদে কর্মরত ছিলেন বলে জানায় পুলিশ।
Published : 23 Nov 2023, 01:36 PM
সাতক্ষীরা পুলিশ লাইনের ব্যারাকের কক্ষ থেকে এক এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম।
মৃত আজহার আলী (৫৮) যশোরের রাজারহাট উপজেলার বাসিন্দা। তিনি সাতক্ষীরা জজ আদালতের এসআই পদে কর্মরত ছিলেন ।
সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী বলেন, “ফজরের নামাজ পড়ার কিছুক্ষণ পর ওই পুলিশ কর্মকর্তার সহকর্মীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
“পরে লাশ উদ্ধারের পর প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে দাবি ওই পুলিশ কর্মকর্তার।
নিহত ওই এসআইয়ের ছোট ভাই মো. জালাল উদ্দীন জানান, বছর পাঁচেক আগে কুষ্টিয়ায় একটি দুর্ঘটনার মাথায় আঘাতপ্রাপ্ত হন আজহার আলী। এরপর থেকে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।