টঙ্গীতে ‘বহুতল ভবন থেকে পড়ে’ নারীর মৃত্যু

এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2023, 05:57 PM
Updated : 19 March 2023, 05:57 PM

গাজীপুরের টঙ্গীতে আটতলা ভবন থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার রাত দেড়টার দিকে টঙ্গী মধুমিতা এলাকায় এ ঘটনা ঘটে বলে রোববার সকালে টঙ্গী পূর্ব থানার এসআই তাপস কুমার জানান।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত কামরুন নাহার (৪১) ব্রাহ্মণবাড়িয়ার ছোটহরণ গ্রামের প্রয়াত হাজী আব্দুল গনি মিয়ার মেয়ে।

এ ঘটনায় পুলিশ ওই নারীর স্বামী নাজিমুদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

নাজিমুদ্দিনের দেওয়া তথ্যে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, টঙ্গীর ভরান এলাকার জাহাঙ্গীর আলমের আটতলা ভবনের চিলেকোঠায় (ছোট কক্ষ) পরিবারের সঙ্গে বাস করতেন কামরুন নাহার।

“তার স্বামীর দাবি, শনিবার রাতে বারান্দা দিয়ে শৌচাগারে যাওয়ার সময় ভবনের নীচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটিসহ নাজিমুদ্দিনকে থানায় নিয়ে যায়।”

স্থানীয় যুবক তানভীর বলেন, “ভবন মালিক জাহাঙ্গীর নিহতের বড় ভাই। ভাই প্রবাসে থাকায় বোনই বাড়িটি দেখভাল করতেন। রাতে তার মৃত্যুর খবর পেয়ে ওই বাড়িতে যাই।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি আশরাফুল ইসলাম জানান।