“ সে একজন সহজ সরল প্রকৃতির মানুষ ছিল। তবে সে মাঝে মাঝে নেশা করত।”
Published : 22 Apr 2024, 01:14 PM
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।
রোববার রাত ৩টার দিকে উপজেলার জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম জানান।
নিহত অশোক মণ্ডল (৩৫) ওই উপজেলার জাঠিয়া গ্রামের কালাচাঁদ মণ্ডলের ছেলে।
অশোকের মা উর্মিলা মণ্ডল বলেন, “আমি রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। সে সময় আমার বড় ছেলে অশোক ও ছোট ছেলে অসীম মণ্ডলের সঙ্গে টিভি দেখছিল। এরপর রাত ৩টার দিকে হঠাৎ ছোট ছেলের চিৎকারে আমার ঘুম ভেঙে যায়।
“তখন ঘরের বারেন্দায় অশোকের গলাকাটা শরীর ধরে আমার ছোট ছেলে অসীম চিৎকার করছিল। এরপর আমরা অশোককে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হতেই সে মারা যায়।”
অশোকের ভাই অসীম বলেন, “একজন ঘরে ঢুকে অশোকের গলায় কোপ মারে। চিৎকার শুনে এগিয়ে এলে ওই দুর্বৃত্ত আমাকে ঘুষি মেরে পালিয়ে যায়।”
পাশের তারাশী গ্রামের ব্যবসায়ী হারিচাঁদ মণ্ডল বলছিলেন, “অশোক সম্পর্কে আমার চাচাত ভাই হয়। সে একজন সহজ সরল প্রকৃতির মানুষ ছিল; তবে সে মাঝে মাঝে নেশা করত। আমার জানামতে, তার কোনো শক্র নেই।”
অশোক হত্যাকাণ্ড নিয়ে ইত্যেমধ্যে তদন্ত শুরু হয়েছে জানিয়ে ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, “হত্যায় ব্যবহৃত একটি ধান কাটার কাস্তে উদ্ধার করা হয়েছে। আশা করছি, খুব দ্রুতই আমরা এই হত্যার রহস্য উদঘাটন করতে পারব।”
অশোকের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।