জৈন্তাপুরে খাসি সম্প্রদায়ের ভূমি দখলের অভিযোগ

ওসি জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2022, 04:29 PM
Updated : 19 Nov 2022, 04:29 PM

সিলেটের জৈন্তাপুর উপজেলায় খাসি সম্প্রদায়ের ভূমি দখলের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।

এ বিষয়ে গত বুধবার লিখিত অভিযোগ পাওয়া গেছে বলে জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদ  জানান।

অভিযোগে বলা হয়েছে, গত বুধবার দুপুরে উপজেলার নিজপাট মৌজার নয়াবাড়ি গ্রামে খাসিয়া সম্প্রদায়ের খোকন রম্বাই-এর ১৩৫ নম্বর খতিয়ানের ৭৭৩ নম্বর দাগের দশমিক ১৯ শতক ভূমিতে জোর করে দখল চালায় ভূমিখেকো চক্রের সদস্য আব্দুস সামাদ । এ সময় তার সঙ্গে ৪০-৫০ জন নারী-পুরুষের একটি সঙ্গবদ্ধ দল ছিল। তখন তাদের বাধা দিলে নারীদের দিয়ে আক্রমণ চালান সামাদ গংরা।”

খোকন রম্বাই অভিযোগে বলেন, “সামাদ গংরা আমি ও আমার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দেয়।

“ঘটনাটি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও ভূমিখেকো চক্র রাজি হয়নি। পরে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সদস্যরা জৈন্তাপুর মডেল থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দেন।”

ওসি গোলাম দস্তগীর জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।’’

জৈন্তাপুর খাসি সেবা সংঘের সভাপতি বিশ্বজিৎ সুমের বলেন, ‘‘আমাদের সম্প্রদায়ের লোকেরা দীর্ঘ বছর ধরে এখানে শান্তিপূর্ণভাবে বাস করছে। কিন্তু বর্তমানে একটি ভূমিখেকো চক্র আমাদের ভূমি জবরদখলের চেষ্টা চালাচ্ছে। আমরা এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য জৈন্তাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’’