ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, “রাতে ভোটকেন্দ্রের অফিস কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ করলে আগুন ধরে যায়।”
Published : 06 Jan 2024, 11:16 PM
ফেনী-৩ আসনের সোনাগাজী উপজেলায় একটি ভোটকেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি।
শনিবার রাতে চরমজলিশপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দশআনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বোমাটি নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন।
তিনি বলেন, “রাতে ভোটকেন্দ্রের অফিস কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ করলে আগুন ধরে যায়। এ সময় সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নির্বাচনি সরঞ্জামের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় পলাশ বলেন, “পেট্রলবোমা হামলার খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) তাসলিম হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।”
সিনিয়র সহকারী পুলিশ সুপার তাছলিম হুসাইন বলেন, “জানালা দিয়ে কিছু ছুড়ে মারলে ওই কক্ষের আলমিরার সামনে কিছু ব্যানার পুড়ে যায়। অন্যকোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনার পর উপজেলার কেন্দ্রগুলোতে দায়িত্বরত কর্মকর্তাদের আরও সতর্ক করা হয়েছে।”