চমৎকার এ আয়োজন দেখতে সকাল থেকেই নদের দুই পাড়ে ঢল নামে হাজার হাজার মানুষের।
Published : 22 Oct 2023, 07:55 PM
জামালপুরে ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
দুদিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধনী দিন শুক্রবার নদের বুকভরা ঢেউ আর প্রাণভরা উচ্ছ্বাসে শহরের ছনকান্দা থেকে ফেরিঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে হয় এ নৌকাবাইচ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু ও জামালপুর সমিতি ঢাকার মহাসচিব, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শেখ মো. শফিকুল ইসলাম, নৌকাবাইচ উপ কমিটির আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম মৃণাল, সদস্যসচিব, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান।
প্রথম দিনে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিতে ছলাৎ ছলাৎ শব্দে ওঠানামা করে মাঝিদের শতশত বৈঠা। উৎসবে মাতোয়ারা নদের দুই পাড়জুড়ে। চমৎকার এ আয়োজন দেখতে সকাল থেকেই নদের দুই পাড়ে ঢল নামে হাজার হাজার মানুষের।
জামালপুর পৌরসভা ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জামালপুর সমিতি ঢাকা আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায় মোট ১৫টি নৌকা অংশ নেয়। সুসজ্জিত নৌকা আর রং বে-রঙের বাহারি পোশাকে প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিটি দল।
প্রতিযোগিতা চলার সময় ঢোল ও মন্দিরার তালে তালে মাঝিদের ভাটিয়ালি গান আর পানিতে বৈঠার ছলাৎ ছলাৎ আওয়াজে পুরো এলাকা মুখরিত হয়।
শনিবার নৌকাবাইচের দ্বিতীয় রাউন্ড, সেমি ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
প্রথম স্থান অর্জনকারী নৌকাকে দেড় ১ লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১ লাখ এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৭৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানায় আয়োজক কমিটি।
এদিকে, আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপলক্ষে কয়েকদিন আগে থেকেই জামালপুর শহরজুড়ে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]