হবিগঞ্জে মধ্যরাতে পুড়ল ৯ দোকান

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেন জানায় ফায়ার সার্ভিস।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2023, 09:46 AM
Updated : 31 May 2023, 09:46 AM

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মধ্যরাতে এক বাজারে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার ইকরাম বাজারের এ ঘটনা ঘটে বলে জানান হবিগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ  স্টেশন কর্মকর্তা মো. জাহাঙ্গির আলম।

ক্ষতিগ্রস্তরা হলেন- ইকরাম গ্রামের নিকেশ দাস, হেমরাজ দাস, হাফিজ মিয়া ও রিপন চক্রবর্তীর মুদি দোকান, অজিত দাস, ভানু শীল ও কাজল শীলের সেলুন, অঞ্জন দাসের ফার্মেসি ও সনজিত দাসের ইলেক্ট্রনিক্সের দোকান।

জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গির আলম বলেন, ইকরাম বাজারে প্রথমে হাফিজ মিয়ার মুদি দোকানে আগুন লাগে।এরপর একে একে নয়টি দোকান আগুনে পুড়ে যায়।

“খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেন জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।