ফেনীতে বুধবার বাড়ির পাশে পুকুর থেকে আরিফার মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
Published : 25 Jun 2023, 08:17 PM
ফেনীর দাগনভূঞা উপজেলায় ভরণপোষণ থেকে বাঁচতে এক শিশুকে পুকুরে চুবিয়ে বাবা হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার রাতে শিশুটির বাবাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া গেছে বলে দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান।
গ্রেপ্তার টিপু মিয়া (৩৭) উপজেলার রাজাপুর ইউনিয়নের জয় নারায়ণপুর গ্রামের কবির আহমেদের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।
এ ঘটনায় নিহত জান্নাতুল আরিফা আক্তারের (৯) মা রোমানা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মামলার বরাতে ওসি হাসান জানান, পারিবারিক কলহের জেরে ২০১৪ সালে টিপু মিয়ার সঙ্গে রোমানার বিচ্ছেদ হয়। সে সময়ে জান্নাতুলের বয়স ছিল ৯ মাস। পরে টিপু দ্বিতীয় বিয়ে করেন। সেই ঘরেও তার দুটি মেয়ের জন্ম হয়।
“প্রথম সংসারের মেয়ের ভরণপোষণ ও দ্বিতীয় সংসারের ব্যয় বহনে করতে গিয়ে একটা পর্যায়ে টিপু অতিষ্ঠ হয়ে প্রথম স্ত্রীর সন্তানকে হত্যার সিদ্ধান্ত নেয়।
“পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১৮ জুন আরিফাকে বাড়িতে বেড়াতে নিয়ে যান টিপু। পরে ২১ জুন বিকালে বাড়ির পাশে পদুয়া পুকুরে গোসল করানোর কথা বলে আরিফাকে পানিতে চুবিয়ে হত্যা করে টিপু।
“সন্ধ্যার দিকে টিপু তার প্রাক্তন স্ত্রীকে জানান, আরিফাকে পাওয়া যাচ্ছে না। পরে আরিফার সন্ধানে এলাকায় মাইকিংও করা হয়। এক পর্যায়ে পুকুরে আরিফার মরদেহ ভেসে ওঠে।”
খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, ঘটনার পর টিপু আত্মগোপনে চলে যান। শনিবার রাতে রাজাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিপু ভরণপোষণ থেকে বাঁচতে পানিতে চুবিয়ে আরিফাকে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
রোববার দুপুরে আসামির রিমাণ্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি হাসান।