রাজবাড়ী থিয়েটারের চারযুগ পূর্তিতে ৪ দিনের নাট্যোৎসব

এ উৎসবে দেশ ও দেশের বাইরের অনেক নাট্যদল অংশগ্রহণ করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2023, 08:14 AM
Updated : 7 Feb 2023, 08:14 AM

নাট্য সংগঠন রাজবাড়ী থিয়েটারের চারযুগ পূর্তিতে চার দিনের নাট্যোৎসব ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে।

‘নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার’- প্রতিপাদ্যে মঙ্গলবার বেলা ১১টায় শহরের মেজবাহ-উল-করিম রিন্টু স্মৃতি সংস্কৃতি চর্চা কেন্দ্রে সংগঠনটির এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে রাজবাড়ী থিয়েটারের সাধারণ সম্পাদক ফয়েজুল হক কল্লোল বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি ঐতিহাসিক শহরের আজাদী ময়দানে নাট্যোৎসব শুরু হবে। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

অনুষ্ঠান উদ্বোধন করবেন ভারতের রাষ্ট্রপতি পুরুস্কার প্রাপ্ত নাট্যজন প্রবীর গুহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

এ উৎসবে দেশ ও দেশের বাইরের অনেক নাট্যদল অংশগ্রহণ করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংগঠনটির সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাট্যোৎসবে নাটক-কবর, ঊর্ণাজাল মাংকি ট্রায়াল, বৈতংসিক, মাংকি ট্রায়াল, চন্দ্রগ্রহণ, লংমার্চ ও সাইরেন মঞ্চায়িত হবে।

সংবাদ সম্মেলন রাজবাড়ী থিয়েটারের সহ-সভাপতি কাজী মিজানুর রহমান পলাশ, সাইফুল ইসলাম সোহাগসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।