প্রথমে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
Published : 05 Aug 2024, 10:10 AM
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে সংঘর্ষের মধ্যে আহত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু মারা গেছেন।
ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার গভীর রাতে তায়েবুরের মৃত্যু হয় বলে তার ভাতিজা মানিকগঞ্জ-১ আসনের (ঘিওর-দৌলতপুর-শিবালয়) সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার দুপুরে মানিকগঞ্জে আন্দোলনকারী, পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাথায় ‘ইটের আঘাত লেগে’ গুরুতর আহত হন আওয়ামী লীগ নেতা তায়েবুর রহমান টিপু।
প্রথমে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
তবে মানিকগঞ্জ জেলা ছা্ত্রলীগের সভাপতি এমএ সিফাত কোরাইশি সুমন বলছেন, “বিএনপি-জামায়াতের লোকজন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর চাচাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার মত্যু হয়।”