মঙ্গলবার সকাল ১১টার দিকে সুনু মিয়া বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরেননি।
Published : 12 Mar 2025, 04:11 PM
নেত্রকোণার খালিয়াজুরীতে বাড়ির সামনের পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলা সদরের উত্তরহাটি এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উত্তোলন করা হয় বলে জানান, খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন।
মারা যাওয়া সুনু মিয়া (৩৬) ওই এলাকার ধলাই মিয়ার ছেলে।
ওসি জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। পরে বুধবার সোয়া ১০টার দিকে পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি আরও জানান, পরিবারের দাবি সুনু মিয়া অসুস্থ ছিলেন। তাদের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।