প্রধানমন্ত্রীর কাছ থেকে মেয়র হিসেবে শপথ নিয়েছেন জায়েদা খাতুন; সঙ্গে ছিলেন ছেলে জাহাঙ্গীর আলম।
Published : 04 Jul 2023, 12:39 AM
গাজীপুরের মেয়র হিসেবে জায়েদা খাতুনের শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর থেকে ফুরফুরে মেজাজে আছেন তার ছেলে জাহাঙ্গীর আলম।
একই সিটির সাবেক এই মেয়র বলেছেন, “তাদের (প্রধানমন্ত্রী ও জায়েদা খাতুন) দু’জনের কথা হয়েছে, এ নিয়ে আমার বলা কি ঠিক হবে? আমি এ মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। আপনারা অপেক্ষা করেন, ভালো কিছু দেখতে পারবেন।”
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ নেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন। এ সময় তার সঙ্গে সেই অনুষ্ঠানে ছিলেন আওয়ামী লীগের এক সময়ের নেতা জাহাঙ্গীরও।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “গাজীপুরের জনগণ আমার সঙ্গে আছে, আওয়ামী লীগের সঙ্গে আছে। আমি আওয়ামী লীগের জন্য এবং এ মহানগরীর উন্নয়নের জন্য মায়ের পাশে থেকে কাজ করে যাব।”
২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুর সিটির তৎকালীন মেয়র জাহাঙ্গীর আলমের বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেন। জাহাঙ্গীরের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মামলাও হয়।
এর জেরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরকে ২০২১ সালের ১৯ নভেম্বর দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর এর এক সপ্তাহের মাথায় ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
পদ ফিরে পেতে গত বছর অগাস্টে হাই কোর্টে রিট আবেদন করেন জাহাঙ্গীর। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে গত ১৮ জুন রায় দেওয়া হয়, যাতে বলা হয় জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া ‘আইনানুগ ছিল না’।
তার আগেই গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন হয়। তাতে অংশ নেওয়ার জন্য জাহাঙ্গীর স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিলেও তা বাতিল হয়ে যায়।
নির্বাচনের আগে জাহাঙ্গীরকে ক্ষমাও করেছিল আওয়ামী লীগ, কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোটে প্রার্থী হতে চাওয়ায় তাকে ফের বহিষ্কার করা হয়।
তবে নিজের মনোনয়নপত্র বাতিল হলেও মাকে স্বতন্ত্র প্রার্থী করে জিতিয়ে আনেন জাহাঙ্গীর; হারিয়ে দেন আওয়ামী লীগের প্রার্থীকে।
দলে আবার ফেরার আশা রেখে জাহাঙ্গীর বলেন, “ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছি। সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে গাজীপুরে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছি। মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার আস্থা ও ভরসার স্থান।”