একটি কুকুর মোটরসাইকেলের সামনে পড়ে গেলে প্রাণিটিকে বাঁচাতে গিয়ে ব্রেক করেন চালক গালিব।
Published : 23 Aug 2024, 03:27 PM
সিলেট নগরীতে কুকুরকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি।
নিহত মকসুদ আহমদ সিলেট নগরীর মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর ছেলে। তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের সিলেট ব্যুরো প্রধান ছিলেন।
এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক ব্যাংক কর্মকর্তা গালিব আহমদ।
মাসুদ আহমদ রনি সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত ৩টার দিকে মকসুদ আহমদ ও গালিব আহমদ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সুবিদবাজার এলাকায় পৌঁছামাত্র একটি কুকুর মোটরসাইকেলের সামনে পড়ে যায়। এ সময় কুকুরটিকে বাঁচাতে গিয়ে ব্রেক করেন গালিব।
তখন মোটরসাইকেলের পেছনে থাকা মকসুদ আহমদ ছিটকে গিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে আহত হন। আর পড়ে গিয়ে আহত হন গালিব।
স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মকসুদ আহমদকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অবস্থায় ব্যাংক কর্মকর্তা গালিব হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান মাসুদ আহমদ।