ইলিশ ধরার ওপর চলমান নিষেধাজ্ঞার কথা তিনি জানতেন না, বলেন ব্যাংক কর্মকর্তা।
Published : 03 Nov 2024, 11:05 PM
চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞার শেষ দিনে ইলিশ ধরতে গিয়ে কৃষি ব্যাংকের চাঁদপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক কাইয়ুম খানসহ ১৪ জেলেকে আটক করেছে নৌপুলিশ।
রোববার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালায়।
মোশফিকুর রহমান বলেন, নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি জেলে নৌকা থেকে সাতজনকে আটক করা হয়। ওই নৌকায় কৃষি ব্যাংকের চাঁদপুর শাখার এজিএম কাইয়ুম খানও ছিলেন।
কাইয়ুম খান কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি ব্যাংকের ভবনেই থাকতেন।
তিনি সাংবাদিকদের বলেন, তিনি জানতেন না মা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে। জেলে নৌকাটি তার এক পরিচিতি লোকের। ওই নৌকায় তিনি জেলেদের সঙ্গে ঘুরতে গিয়ে ছিলেন।
নৌ পুলিশের এসপি সৈয়দ মোশফিকুর রহমান বলেন, আটক ১৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা হবে।
“শেষ দিনের অভিযানে গিয়ে প্রায় ১ লাখ মিটার অবৈধ জাল ও ১০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।“
এদিকে, অভিযান প্রসঙ্গে বিফ্রিংয়ে এসপি আরও বলেন, গত ২২ দিনের অভিযানে জেলায় ৩৪৬ জেলে গ্রেপ্তার, ৭৫ লাখ ৯৭ হাজার মিটার জাল, ২ হাজার ৪৭৯ কেজি মাছসহ ১১৪টি জেলে নৌ জব্দ করা হয়।
এছাড়া ২৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে জানান নৌ পুলিশের এ কর্মকর্তা।