স্টেশনে যাত্রাবিরতির সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে আরমান ট্রেনের নিচে পড়ে যান বলে জানায় পুলিশ।
Published : 24 Oct 2024, 05:43 PM
জামালপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির পর ট্রেন থেকে নামার সময় কাটা পড়ে এক যুবক হাত হারিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে এ ঘটনা ঘটে বলে জানান জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম।
আহত আরমান (২৩) ইসলামপুর উপজেলার চেচুয়া গ্রামের শফিউদ্দিনের ছেলে। তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।
ওসি রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটে জামালপুর রেলস্টেশনে যাত্রাবিরতি দেয় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে আরমান ট্রেনের নিচে পড়ে যান।
যাত্রাবিরতির সময় শেষ হওয়ায় ট্রেন চলতে শুরু করলে আরমানের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান তিনি।
গুরুতর অবস্থায় আরমানকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
রবিউল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে এটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে পরিবার থেকে কেউ অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।