“তবে কার গুলিতে যুবক শাহেদ আহমদ মারা গেছেন, সেটি জানা যায়নি।”
Published : 07 Mar 2025, 04:41 PM
সিলেটের কানাইঘাট সীমান্তের ভারতের অভ্যন্তরে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার খবর জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ী এলাকায় লাশ পড়ে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল।
নিহত যুবক কানাইঘাটের মঙ্গলপুর আলুবাড়ী গ্রামের মশাহিদ আলীর ছেলে শাহেদ আহমদ; বয়স ২৫।
ওসি আব্দুল আউয়াল বলেন, “ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ মরদেহটি পড়ে থাকার বিষয়ে বিজিবি জানিয়েছে। বিএসএফ-বিজিবি বৈঠকের মাধ্যমে লাশটি হস্তান্তর করা হবে। এজন্য প্রক্রিয়া শুরু হয়েছে।
“তবে কার গুলিতে যুবক শাহেদ আহমদ মারা গেছেন, সেটি জানা যায়নি। লাশ ফিরিয়ে আনতে পুলিশ নিহতের পরিবারকে সব রকম সহযোগিতা করবে।’’
কানাইঘাটের স্থানীয়রা বলছেন, শাহেদ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কয়েকজনের সঙ্গে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করেন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি। শুক্রবার সকাল থেকে পরিবারের লোকজন শাহেদকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে শুরু করেন। এক পর্যায়ে তারা জানতে পারেন, শাহেদের বুকে গুলিবিদ্ধ লাশ ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকার ১৩১৯ নম্বর পিলারের ভেতরে পড়ে রয়েছে।
তারা বলেন, ভারত থেকে অবৈধভাবে চিনি ও অন্যান্য পণ্য বহনের জন্য সীমান্ত এলাকায় অনেকে ভারতে অনুপ্রবেশ করেন। বৃহস্পতিবার গভীর রাতে ভারতের লাইজুরি এলাকায় গুলির শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, অবৈধ অনুপ্রবেশ করায় গুলিতে শাহেদ নিহত হয়েছেন।
এ বিষয়ে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া (ইউএনও) আক্তার বলেন, “ভারতের অভ্যন্তরে লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে তা উদ্ধারে ব্যবস্থা নিতে লোভাছড়া বিজিবির সঙ্গে কথা হয়েছে। বিজিবি চেষ্টা করছে।”