নিখোঁজের ১১ দিন পর পিরোজপুরের চার শিক্ষার্থী ঢাকা থেকে উদ্ধার

গত ৩০ এপ্রিল সকালে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে এরা প্রত্যেকে বাড়ি থেকে বের হয়েছিলেন।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2023, 11:46 AM
Updated : 11 May 2023, 11:46 AM

নিখোঁজের ১১ দিন পর পিরোজপুরের মঠবাড়িয়ার কলেজ ও স্কুলের চার শিক্ষার্থীর খোঁজ মিলেছে ঢাকায়।

বৃহস্পতিবার সকালে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা মঠবাড়িয়া সরকারি কলেজ, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং গুলিসাখালী সগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রী। গত ৩০ এপ্রিল সকালে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে এরা বাড়ি থেকে বের হয়েছিলেন। 

নিখোঁজ এক শিক্ষার্থীর মা জানান, বান্ধবীদের সঙ্গে তার মেয়ে প্রায়ই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে দুই-তিনদিনের জন্য নানাস্থানে যেতেন। কিন্তু সেদিন বাড়ি থেকে বের হওয়ার পর মেয়ে ও মেয়ের বান্ধবীর মোবাইল বন্ধ পান তিনি। তখনই শঙ্কা তৈরি হয়।

চার শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে মঠবাড়িয়া থানায় আলাদা জিডি করা হয়।

ওসি বলেন, “চার শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় করা জিডির ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায় যে তারা ঢাকার রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।”

মঠবাড়িয়া থানার একটি দল দারুস সালাম থেকে উদ্ধার হওয়া শিক্ষার্থীদের দুপুরে পিরোজপুরে নিয়ে যায় বলে তিনি জানান।

কার মাধ্যমে বা কীভাবে তারা ঢাকায় গিয়েছিলেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে ওসি বলেন, শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এসব তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।