টোলপ্লাজায় আন্দোলনকারীদের দেখা না গেলেও এলাকাটি ছিল স্থানীয় আওয়ামী লীগের দখলে।
Published : 03 Aug 2024, 09:17 PM
কোটা আন্দোলনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় পদ্মা সেতুর টোলপ্লাজার কাছে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে।
শনিবার সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের দখলে ছিল টোলপ্লাজা এলাকা।
শনিবার সকালে গিয়ে দেখা যায়, সেতুর টোলপ্লাজা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে আনসার, পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি সেনা সদস্যারাও নিরাপত্তায় নিয়োজিত ছিল। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটও ছিলেন টোলপ্লাজা এলাকায়।
লৌহজং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান বলেন, “কোটা আন্দোলনের আড়ালে পদ্মা সেতুর টোলপ্লাজা বা সেতুর উপর নাশকতার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পদ্মা সেতু জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্বের মধ্যে পড়ে। সেতুর নিরাপত্তায় আনসার, পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি সেনা সদস্যারাও কাজ করছে।”
এদিকে, দিনভর টোলপ্লাজায় আন্দোলনকারীদের দেখা না গেলেও এলাকাটি ছিল স্থানীয় আওয়ামী লীগের দখলে।
মেদিনী মন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন খানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সরব করে রাখে মাওয়ার কাছে পদ্মা সেতুর টোলপ্লাজা এলাকা।
এ সময় আরও ছিলেন কুমারভোগ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সেলিম মোড়ল।