চালক হঠাৎ করে ব্রেক করলে গাড়িতে থাকা আকাশ নীচে পড়ে যান।
Published : 03 Mar 2024, 01:59 PM
নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলি থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে চালকের সহকারী এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে কালিয়া-গোপালগঞ্জ সড়কের চাপাইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নড়াগাতী থানার পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দিন জানান।
নিহত ১৫ বছরের আকাশ সিকদার নড়াইলের কালিয়া উপজেলার চর মধুপুর গ্রামের আমিনুর শিকদারের ছেলে। আকাশ স্থানীয় এসএসবি ইটভাটার ট্রলিটিতে চালকের সহকারী ছিল।
পরিদর্শক বোরহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে গোপালগঞ্জ থেকে বাবুডাঙ্গায় ইটভাটায় আসার পথে চাঁপাইল ব্রিজের গোড়ায় চালক হঠাৎ করে ব্রেক করলে গাড়িতে থাকা আকাশ নীচে পড়ে যান। এসময় তিনি ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার পর ট্রলিটি নিয়ে পালিয়ে যান চালক।
তবে এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনত ব্যবস্থা গ্রহণ হবে বলেও জানান তিনি।