“জব্দ মালামালগুলো ফেনী কাস্টমস ও শুল্ক অফিসে এবং মাদকগুলো মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।”
Published : 16 Feb 2025, 05:41 PM
ফেনী সীমান্তে চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধারের খবর জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ সময় একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে শনিবার রাতে পণ্যগুলো জব্দ করা হয় বলে বিজিবি-৪ ফেনী ব্যটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান।
গ্রেপ্তার শরীফুল ইসলাম রানা (২২) ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পূর্ব ছাগলনাইয়া গ্রামের মজিবুল হকের ছেলে।
বিজিবি বলছে, গোপন সংবাদে বিজিবির নিয়মিত টহল পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা সীমান্তের শ্রীপুর, যশপুর ও মধুগ্রাম এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও হুইস্কি জব্দ করা হয়। জব্দ ভারতীয় মালামালের আনুমানিক বাজারমুল্য ৯৫ লাখ ১৯ হাজার ৫০০ টাকা। শাড়ি চোরাচালানের সঙ্গে যুক্ত থাকায় একজনকে আটক এবং অটোরিকশা জব্দ করা হয়।
বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “জব্দ মালামালগুলো ফেনী কাস্টমস ও শুল্ক অফিসে এবং মাদকগুলো মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আর আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।”
তিনি বলেন, এর আগে গত সাত মাসে সীমান্তে সাঁড়াশি অভিযানে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চিহ্নিত চোরাকারবারীদের তালিকা করে যৌথবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।