গত সেপ্টেম্বরে তিন দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেওয়া ২০ শিশু সাংবাদিকের মধ্যে থেকে ১০ জনকে ফলোআপ কর্মশালার জন্য বাছাই করা হয়।
Published : 26 Jan 2024, 09:54 PM
নেত্রকোণায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিকদের ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে দিনব্যাপী কর্মশালাটি হয়।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অংশীদারিত্বে কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
গেল বছরের ১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর একই বিষয়ে তিন দিনব্যাপী কর্মশালায় নেত্রকোণার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৬ বছর বয়সি ২০ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্য থেকে দ্বিতীয় পর্যায়ে ১০ জনকে ফলোআপ কর্মশালার জন্য বাছাই করা হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন- দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির সাজু, নেত্রকোণা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক লাভলু পাল চৌধুরী।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন- হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ সম্পাদক সৈয়দা মৌ জান্নাত।
এতে শিশুদের উদ্দেশে সাংবাদিকতা বিষয়ে দিকনির্দেশনা দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ সম্পাদক চন্দন সাহা রায়।
প্রধান অতিথি শাহজাহান কবির সাজু তার বক্তব্যে বলেন, “সাংবাদিকতার প্রশিক্ষণ শেষে অবশ্যই এর চর্চা চালিয়ে যেতে হবে৷”
আরও পড়ুন: