লঞ্চ থেকে পড়ে মেঘনায় নিখোঁজ: চার দিন পর মিলল যুবকের লাশ

নৌ-পুলিশ জানায়, ২ মার্চ পারাবত-২ লঞ্চযোগে বরিশাল চরমোনাই থেকে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীতে পড়ে যান আশিকুর।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2024, 02:25 PM
Updated : 6 March 2024, 02:25 PM

লঞ্চ থেকে পড়ে নিখোঁজের চার দিন পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় একজনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

বুধবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ মুনিরুজ্জামান জানান।

নিহত মো. আশিকুর রহমান (২২) সদর উপজেলার মধ্য রঘুনাথপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে। 

পরিদর্শক মুনিরুজ্জামান বলেন, ওই গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। 

তিনি বলেন, “২ মার্চ পারাবত-২ লঞ্চযোগে বরিশাল চরমোনাই থেকে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীতে পড়ে যান আশিকুর। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।” 

বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা।