বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কার আরোহী চিকিৎসকের মৃত্যু

সাখাওয়াত মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ছিলেন।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2024, 03:06 PM
Updated : 4 March 2024, 03:06 PM

মানিকগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেকারের মুখোমুখি সংঘর্ষে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার ভাটবাউর এলাকায় এ ঘটনা ঘটে বলে গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু।

নিহত এ জেট এম সাখাওয়াত হোসেন (৬৭) মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ছিলেন।

মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বলেন, চিকিৎসক সাখাওয়াত হোসেন বাড়ি মাদারীপুরের সদর উপজেলায়। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় বাস করতেন। তার পরিবারে স্ত্রীসহ এক ছেলে ও মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি সুখেন্দু বলেন, সকালে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে নিজে ড্রাইভ করে কর্মস্থলে যাচ্ছিলেন চিকিৎসক সাখাওয়াত।

তিনি বলেন, পথে ওই এলাকায় গাড়িটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সাখাওয়াত।

“প্রথমে তাকে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।“

বাস জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ‍ওসি।