এই প্রকল্পে ব্যয় হবে ৩০ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৩০০ টাকা।
Published : 27 Dec 2022, 05:20 PM
ঢাকা থেকে কুড়িগ্রামের উলিপুর পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ স্থাপনের জন্য রেল ট্র্যাক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
একইসঙ্গে শুরু করা হয়েছে রেল স্টেশনের এপ্রোচ সড়ক ও পার্কিং পুনঃনির্মাণ কাজের।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের আয়োজনে উলিপুর রেল স্টেশনে এই কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী (পশ্চিম) আসাদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম প্রমুখ।
রেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এই প্রকল্পে মিটার গেজ স্টিল ও কাঠের স্লিপারযুক্ত রেল লাইনের ১৯ কিলোমিটার আধুনিকায়ন, কুড়িগ্রাম স্টেশনে তিনটি এবং উলিপুর স্টেশনে একটি শাখা রেল লাইনের জন্য প্রায় ৩০ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৩০০ টাকা ব্যয় করা হবে।
দেড় বছর মেয়াদকালে এই কাজ বাস্তবায়ন করবে বিশ্বাস কনস্ট্রাকশন।
কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের অপ্ক্ষোর পর ২০১৯ সালের অক্টোবরে ঢাকা থেকে সরাসরি রেল যোগাযোগের লক্ষে্য চালু হয় আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস।কিন্তু তার সুবিধা পুরো জেলাবাসী পাচ্ছেন না।
তবে রেল ট্র্যাক সংস্কারের এই প্রকল্প বাস্তবায়ন হলে আগামীতে ঢাকা থেকে সরাসরি উলিপুর পর্যন্ত চলাচল করতে পারবে আন্তঃনগর ট্রেনটি। এতে করে কুড়িগ্রামের সাধারণ মানুষের স্বল্প খরচে রাজধানীর সঙ্গে যোগাযোগে সুবিধা বাড়বে।