“কয়েকজন যুবক গলি থেকে বের হয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। একটি ককটেল অটোরিকশার উপর পড়লে সেটি পুড়ে যায়।”
যশোরের বেনাপোল উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার বিকালে উপজেলার বালুণ্ডা বাজারের পশ্চিম পাশে পুকুর পাড়ে বাঁশবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয় বলে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান।
বড় ধরনের নাশকতার উদ্দেশে ককটেলগুলো মজুত করা হয়েছিল বলে ধারণা পুলিশের।
ওসি কামাল হোসেন বলেন, গোপন খবর পেয়ে একদল পুলিশ অভিযান চালিয়ে বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় কস্টেপে মোড়ানো অবস্থায় ১৬টি ককটেল পাওয়া যায়। কে বা কারা ককটেলগুলো সেখানে রেখেছে সে বিষয়টি তদন্ত করছে পুলিশ।