পটুয়াখালীতে ট্রলার ডুবি: নিখোঁজ চারজনের সন্ধান মেলেনি

নিখোঁজদের মধ্যে বর ও তার মা রয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2023, 04:47 PM
Updated : 29 April 2023, 04:47 PM

পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে বিয়ের ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ চারজনের এখনও সন্ধান মেলেনি।

শনিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের কাউকেই পাওয়া যায়নি বলে জানান পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রেজওয়ান।

তিনি বলেন, “সকাল থেকে বরিশাল ও পটুয়াখালীর ডুবুরিরা সারাদিন উদ্ধার অভিযান চালিয়েছেন। রোববার আবার অভিযান শুরু হবে।”

শুক্রবার বিকালে চরবোরহান থেকে কনে নিয়ে দশমিনায় বরের বাড়িতে ফেরার সময় আউলিয়াপুর লঞ্চঘাট সংলগ্ন পয়েন্টে ঢেউয়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়।

পরে উপজেলার উত্তর রনগোপালদী এলাকার ধলু হাওলাদারের স্ত্রী লিপি বেগমের (৩০) নারীর লাশ উদ্ধার করা হয়।

নিখোঁজ রয়েছেন- উপজেলার রণগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়ার গ্রামের মনির হাওলাদারের ছেলে বর রাব্বি হাওলাদার (২০), তার মা সেলিনা বেগম (৪০), আত্মীয় খাদিজা (৫) ও মানছুরা (৮)।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনও চারজনের সন্ধান পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান জানান, কয়েকদিন আগেই রাব্বি হাওলাদারের সঙ্গে চরবোরহান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। বর স্বজনদের নিয়ে নববধূকে বাড়িতে আনতে গিয়েছিলেন। ট্রলারে ১৪ থেকে ১৫ যাত্রী ছিল।