আটকদের মধ্যে একজনের কাছে ইলেকট্রনিক্স ডিভাইস, একজন পরীক্ষায় প্রক্সি হিসেবে অংশগ্রহণ ও দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
Published : 11 Jan 2025, 11:04 PM
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার ও বদলি পরীক্ষা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
শনিবার পরীক্ষা চলাকালীন সময় শহরের বিভিন্ন কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম।
আটকরা হলেন- সদর উপজেলার ভবানীপুর গ্রামের শামসুল হকের ছেলে মো. ছাইমুন ইসলাম (২৫), সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ছাপরহাটী গ্রামের কামাল হোসেনের ছেলে আসাদুজ্জামান আসাদ (২৮), ফুলছড়ি উপজেলার মধ্য উড়িয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে শাহ সুলতান (৩২) এবং গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি এলাকার বুলবুল আহমেদের ছেলে রাশেদ আহমেদ (২৪)।
সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েতুল ইসলাম জানান, ২০২২ সালে জেলা প্রশাসকের কার্যালয়ের আওতায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও মুদ্রাক্ষরিক পদে ১৩ জন এবং হিসাব সহকারী পদে তিনজন তৃতীয় শ্রেণির জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
শনিবার সকাল ১০টায় এই নিয়োগ পরীক্ষা শুরু হয়; যা বেলা সাড়ে ১১টায় শেষ হয়। এতে তিন হাজার ৭৭৯ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা চলাকালীন সময় জালিয়াতির অভিযোগে বিভিন্ন কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।
গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, আটকদের মধ্যে ছাইমুন ইসলামের কাছে ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেছে। আসাদুজ্জামান প্রধান পরীক্ষার্থীর পরিবর্তে (প্রক্সি) পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
এ ছাড়া শাহ সুলতান ও রাশেদ আহমেদকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় বলে জানান তিনি।
আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।