পুলিশ জানায়, জামালপুর পৌরসভার সাবেক মেয়রের বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।
Published : 21 Jan 2025, 06:33 PM
জামালপুর পৌরসভার সাবেক মেয়রকে বাড়িতে না পেয়ে তার আত্মীয়-কর্মচারীসহ আটজনকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাতে পৌরসভার পাথালিয়া এলাকায় সাবেক পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর বাড়িতে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয় বলে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান।
আটকরা হলেন- সাবেক মেয়রের বাড়ির দারোয়ান আব্দুল মজিদ (৩০), বিজয় (২৪), রংমিস্ত্রি মাহমুদুর রহমান (৪৫), রাজমিস্ত্রি মো. শামীম (৩৮), ইটভাটার কর্মচারী হেলাল উদ্দিন (৪৫), সাবেক মেয়রের আত্মীয় রাশেদুল ইসলাম (৩৯), আকরাম হোসেন (৫২) ও আব্দুল মান্নান (৪৮)।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর মা মনোয়ারা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, “রাতে পুলিশের একটি দল আমার ছেলের খোঁজে বাসায় আসে। আমার ছেলেকে না পেয়ে আত্মীয় এবং বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের ধরে নিয়ে গেছে। তারা কেউ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত না।”
তবে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, “রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকার খবরে অভিযান চালিয়ে সাবেক পৌর মেয়রের বাসা থেকে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ সঠিক কিনা তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হয়ে পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”
৫ অগাস্টের সরকার পতনের পর থেকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু আত্মগোপনে রয়েছেন।