এছাড়া সেনাবাহিনী গোলাবারুদ রাখার একটি ভাঙা বাক্সও উদ্ধার করে।
Published : 23 Sep 2024, 08:26 PM
নরসিংদীতে জেলা কারাগার থেকে লুট হওয়া ৫৮২টি গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।
সোমবার দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামিউল হকের কাছে এসব গোলাবারুদ হস্তান্তর করেন।
মোহাম্মদ ফাহিম মাহবুব সাংবাদিকদের বলেন, রোববার রাতে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া গ্রামের পরিত্যক্ত ডোবা এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদের নেতৃত্বে ২৮ ইস্ট বেঙ্গলের একটি বিশেষ টহল দল।
অভিযানে ওই এলাকা থেকে ৫৮২টি গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়াও গোলাবারুদ রাখার একটি ভাঙা বাক্সও উদ্ধার করা হয়েছে।