বাগেরহাটে লোহার গ্রিল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

লোহার গ্রিল দড়ি বেঁধে তিনতলায় তোলার সময় বিদ্যুতের তারের ওপর পড়লে তা বিদ্যুতায়িত হয়ে পড়ে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2022, 09:10 AM
Updated : 13 August 2022, 09:10 AM

বাগেরহাট সদর উপজেলায় নির্মাণাধীন বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও এক শ্রমিক।

শনিবার দুপুরে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে বলে জানান বাগেরহাট মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম।

নিহত নাদিম হোসেন (৩২) যাত্রাপুর গ্রামের দুলাল শেখের ছেলে। আহত কামরুল ইসলাম (৩৪) পার্শ্ববর্তী আফরা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, দীপঙ্কর দাস নামের এক ওয়ার্কসশপ ব্যবসায়ীর নির্মাণাধীন বাড়িতে চার শ্রমিক কাজ করছিলেন। দুপুরে তারা দড়ি দিয়ে বেঁধে লোহার তৈরি গ্রিল তিনতলায় তুলছিলেন। এ সময় গ্রিল রাস্তার পাশে বিদ্যুতের তারের ওপর পড়লে তা বিদ্যুতায়িত হয়ে পড়ে।

“নির্মাণ শ্রমিক নাদিম লোহার গ্রিলটি সরাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে আরেক শ্রমিক কামরুলও বিদ্যুৎস্পৃষ্ট হন।”

স্থানীয়রা উদ্ধার করে তাদের বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে নাদিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. গোলাম রাফি বলেন, একজনকে মৃত অবস্থায় ও আরেকজনকে সংকটাপন্ন অবস্থায় পেয়েছি। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।