তিনি বাড়ির পাশে একটি মাদ্রাসায় বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন।
Published : 04 Jan 2025, 09:46 PM
লালমনিরহাটের হাতীবান্ধায় কবর নিয়ে ফেইসবুকে পোস্টের ১৭ ঘণ্টার মাথায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার পূর্ব বিছনদই গ্রামে এ ঘটনা ঘটে বলে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্ন-নবী জানান।
নিহত আবু তালহা (৩২) ওই গ্রামের বাসিন্দা। গ্রামের মাদ্রাসায় বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে স্পৃষ্ট হন তিনি।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে মাদ্রাসার বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আবু তালহা। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আজিজুল ইসলাম বলেন, “মৃত্যুর আগের রাতে আবু তালহা ফেইসবুকে লিখেছিলেন, ‘জীবন ক্ষণস্থায়ী। আজ আছি, কাল হয়তো থাকব না। কবর আমাদের চিরস্থায়ী ঠিকানা।’ ওই পোস্টের ১৭ ঘণ্টার মাথায় ভাতিজা নিজেই চলে গেল কবরদেশে।”
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্ন-নবী বলেন, “নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”