২৫টি মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১১৬ জনকে।
Published : 12 Jul 2024, 07:48 PM
বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের সদস্য সন্দেহে গ্রেপ্তার আরও পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার পাঁচজনকে বান্দরবান মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সং লিয়ান বম (২৫), লালহিম সাং বম (৩৭), লালচন সাং বম (৪৮), লাল পিয়ান সাং বম (৩৬), লাল সিয়াম থাং বম (৩৮)। তারা সকবাই রুমা উপজেলার লাইরুনপি পাড়ার বাসিন্দা।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বৃহস্পতিবার রুমা উপজেলার লাইরুনপি পাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে কেএনএফের পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে।
আদালত পুলিশের এসআই প্রিয়াল জানান, রুমায় ব্যাংক ডাকাতি-অস্ত্র লুটের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
জিআরও বিশ্বজিৎ সিংহ জানিয়েছেন, ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনায় চার থানায় ২৫টি মামলা হয়েছে। তার মধ্যে রুমায় ১৫টি, থানচিতে ছয়টি, রোয়াংছড়িতে তিনটি এবং বান্দরবান সদর থানায় একটি।
২৫টি মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১১৬ জনকে। তার মধ্যে রুমা থেকে ৯৩ জন (নারী ২৪ জন), থানচি থেকে ১০ জন (নারী দুজন), রোয়াংছড়ি থেকে ১০ জন এবং বান্দরবান সদর এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।