এতে রুগিসহ চারজন আহত হয়েছেন।
Published : 18 Jun 2024, 06:47 PM
দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের সঙ্গে রুগিবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে। এতে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে এর চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে উপজেলার ভিমলপুর মোড়ে এ ঘটনা ঘটে বলে ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।
নিহত এহসান আলী দিনাজপুরের হাকিমপুর উপজেলার চন্ডিপুর গ্রামের ওহায়েদ আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোস্তাফিজুর রহমান জানান, হাকিমপুর থেকে অ্যাম্বুলেন্সটি রুগি নিয়ে দিনাজপুর যাচ্ছিল। পথে উপজেলার ভিমলপুর মোড়ে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ও অ্যাম্বুলেন্সের রুগিসহ চার যাত্রী আহত হন।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ উপেন্দ্রনাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত পাঁচজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এহসান আলীর অবস্থা গুরুতর থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।
পরে আহত চারজনকেও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।