“মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।”
Published : 04 Oct 2024, 06:09 PM
গাইবান্ধার সদর উপজেলায় সড়কের পাশের একটি খাদ থেকে এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার কইমারা ব্রিজের অদূরে গাইবান্ধা-দাড়িয়াপুর সড়কের পাশে খাদ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গাইবান্ধা সদর থানার ওসি মো. মাসুদ রানা জানান।
নিহত মোস্তাক আলী (৪৮) সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি একই ইউনিয়নের উত্তর আনালের তাড়ি গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।
স্বজনরা বলছেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোস্তাক আলী বাড়ি থেকে মোটরসাইকেলে করে দাড়িয়াপুর বাজারে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। পরে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পাশে পড়ে ছিল তার ব্যবহৃত মোটরসাইকেলটি। খবর পেয়ে তারা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুম হক্কানি বলেন, “মোস্তাক গভীর রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। জুয়েল মিয়া ও শাহাদত নামে আরও দুই ব্যক্তি তার সঙ্গে ছিলেন। ওই দুইজন এখন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওই দুই ব্যক্তির বরাতে ওসি মাসুদ রানা বলছেন, “বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় তারা ছিটকে খাদে পড়ে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।”
তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মত্যুর কারণ জানা যাবে।