পুলিশের তথ্য অনুযায়ী, বিদেশে যেতে পারবেন না মর্মে তাকে মামলায় জামিন দেওয়া হয়।
Published : 01 Nov 2024, 09:44 PM
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত যাওয়ার সময় এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকাল দশটার দিকে তাকে আটক করা হয় বলে ৪৮ বিজিবি’র সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান।
আটক মো. নোমান হোসেন (৩৮) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এনায়েতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এই ইউনিয়নের লালাপুর গ্রামের হেলিম উদ্দিনের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, ভারতে যাওয়ার সময় বিজিবি-৪৮ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন।
তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা রয়েছে। মামলায় তিনি জামিনে রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, তিনি বিদেশে যেতে পারবেন না মর্মে জামিন দেওয়া হয়।
আটকের পর তাকে বেলা পৌনে ২টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।