বিকালে ব্যাংক থেকে টাকা তুলে বকেয়া পরিশোধ করলে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে নেন বলে শিল্প পুলিশ জানায়।
Published : 29 Dec 2024, 10:08 PM
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি জরুন এলাকায় বকেয়া বেতন পেয়ে সড়ক অবরোধ থেকে সরেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
এর আগে রোববার সকাল থেকে ওই এলাকার স্বাধীন গার্মেন্টসের শ্রমিকরা গত নভেম্বর মাসের বেতনের দাবিতে পল্লী বিদ্যুত আঞ্চলিক সড়ক অবরোধ করেন বলে শিল্প পুলিশ ও স্থানীয়রা জানান।
পুলিশ জানায়, প্রথমে সকাল ৯টা থেকে তারা কাজ বন্ধ করে কারখানা চত্বরে অবস্থান নেন। পরে তারা বেলা ১১টার দিকে পাশে কোনাবাড়ী-পল্লী বিদ্যুত আঞ্চলিক সড়কে বেঞ্চ ফেলে বসেন। তখন ওই পথে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন ওই রাস্তায় যাতায়াত করা পরিবহনের যাত্রী-চালকরা।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, নভেম্বর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা সকাল থেকে কাজ বন্ধ করে রাখেন। এক পর্যায়ে বেলা ১১টার দিকে তারা পল্লী বিদ্যুত আঞ্চলিক সড়ক অবরোধ করেন। কর্তৃপক্ষ বিকাল ৪টার দিকে বেতনের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
বিকালে ব্যাংক থেকে টাকা তুলে বকেয়া বেতন পরিশোধ করা হলে শ্রমিকরা অবরোধ থেকে সরেন বলে স্বাধীন গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম জানান।
তিনি বলেন, “ব্যাংকিং কাজে কিছু সমস্যার কারণে বেতন দিতে একটু দেরি হওয়ায় সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে রাস্তায় বসে পড়েন। বেতন পেয়ে তারা উঠে যান।”