সোমবার রাত সাড়ে ৩টার দিকে গুইমারার হাফছড়ি এলাকায় ট্রাকে আগুন দেয় দুবৃর্ত্তরা।
Published : 02 Dec 2023, 06:22 PM
বিএনপির অবরোধ চলাকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ ট্রাকের চালকের সহকারী বেলাল হোসেন মারা গেছেন।
শনিবার বেলা ৩টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে স্বজনরা জানিয়েছেন।
বেলাল মাটিরাঙা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার মৃত জাহিদুল হকের ছেলে।
আগুনে পুড়ে যাওয়া সেই ট্রাকের চালক ইছহাক মিয়া বলেন, “চট্টগ্রামের দেওয়ানহাট খাদ্য গুদাম থেকে চাল নিয়ে আসার পথে সোমবার রাত সাড়ে ৩টার দিকে গুইমারার হাফছড়ি এলাকায় ট্রাকে আগুন দেয় দুবৃর্ত্তরা।
“আগুন দেওয়ার আগে তারা ট্রাকে হামলা করায় গাড়ির দরজা খোলা যাচ্ছিল না। এ অবস্থায় আমি কোনোরকমে গাড়ি থেকে বেরিয়ে এলেও আগুনে আমার সহকারী বেলাল দগ্ধ হয়।
চালক আরও বলেন, “এতে তার শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। আহতবস্থায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। আজকে সে মারা গেছে।”