সীমান্তে ১৪ সোনার বার ফেলে ‘ভারতে পালাল পাচারকারী’

“এক কেজি ৬৩০ গ্রাম ওজনের সোনার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৪০ লাখ টাকা।”

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2023, 10:48 AM
Updated : 1 June 2023, 10:48 AM

যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ১৪টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি।

বুধবার গভীর রাতে উপজেলার পাঁচ ভুলোট সীমান্তের মেইন পিলার ৮৮ পাশে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে বারগুলো জব্দ করা হয় বলে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

তানভীর রহমান বলেন, সীমান্ত দিয়ে সোনার চালান ভারতে পাচারের গোপন খবরে বিজিবির একটি টহলদল ইছামতি নদীর তীরে অবস্থান নেয়।

“এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামতে বললে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। বিজিবির টহলদল ওই ব্যক্তিকে ধাওয়া করলে তার সঙ্গে থাকা কালো একটি ব্যাগ ফেলে নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান পাচারকারী।“

তানভীর রহমান আরও বলেন, “পরে ব্যাগটি তল্লাশি করে এক কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি সোনার বার পাওয়া যায়; যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৪০ লাখ টাকা।”

এ ব্যাপারে শার্শা থানায় মামলা দিয়ে সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে লেফটেন্যান্ট কর্নেল তানভীর জানান।