আইজিপি বলেন, যেকোনো অপতৎপরতা রুখে দিতে পুলিশবাহিনী প্রস্তুত।
Published : 10 Oct 2024, 11:11 PM
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কোনো প্রকার অপতৎপরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম।
তিনি বলেছেন, “সারা দেশে ৩২ হাজার পূজা মণ্ডপে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ রোডে রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজার আয়োজন পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, “ইতোপূর্বে গুটিকয়েক জায়গায় ছোট-খাটো ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।”
পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিয়োজিত আছে বলে জানান পুলিশের শীর্ষ এই কর্মকর্তা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “যেকোনো অপতৎপরতা রুখে দিতে পুলিশবাহিনী প্রস্তুত রয়েছে।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নারায়ণগঞ্জে তথাকথিত গডফাদারসহ অনেকে অপতৎপরতা চালিয়ে নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ বানানোর চেষ্টা করেছিল। কিন্তু সেই সব গডফাদার সন্ত্রাসীরা আজ আর নারায়ণগঞ্জে নেই। আমরা সেই সব গডফাদারদের স্মরণ করিয়ে বলতে চাই, যারা সন্ত্রাসী কার্যকলাপ চালাবে, সন্ত্রাস চাঁদাবাজি নৈরাজ্য ও অপকর্মের সাথে জড়িতদের লালন পালন করবে তাদের কোন ছাড় দেওয়া হবে না।”
আলোচিত কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার তদন্ত বন্ধ রাখার চেষ্টা হয়েছিল দাবি করে পুলিশপ্রধান বলেন, “এই হত্যার তদন্ত কার্যক্রম এগোতে দেওয়া হয়নি। আমরা সেই তদন্ত কার্যক্রম শুরু করেছি। আমাদের প্রিয় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত পুরোদমে শুরু হয়েছে।”
এ সময় আরও ছিলেন-ঢাকা রেঞ্জের ডিআইজি আওলাদ হোসেন, জেলার এসপি প্রত্যুষ কুমার মজুমদার, পূজা উদযাপন পরিষদ নেতা প্রবীর কুমার সাহা, তারাপদ আচার্য, শিখন সরকার শিপন, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান।
আইজিপি পরে শহরের আরও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।